নিজস্ব সংবাদদাতাঃ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা(NASA)। 'আলোর উৎসব' উপলক্ষ্যে হাবল টেলিস্কোপে তোলা আকাশগঙ্গার চোখধাঁধানো ছবি শেয়ার করলো তাঁরা। 'গ্লোবুলার ক্লাস্টার' নামে পরিচিত হাজার হাজার উজ্জ্বল নক্ষত্রের একটি অসাধারণ ছবি পোস্ট করেছে নাসা। গ্লোবুলার ক্লাস্টারটি ESO 520-21 (পালোমার ৬ নামেও পরিচিত) বলে জানিয়েছে নাসা। এটি যা মহাকাশীয় বিষুবরেখার কাছে ওফিউকাস নক্ষত্রপুঞ্জে অবস্থিত।নাসা ব্যাখ্যা করেছে, 'আন্তঃনাক্ষত্রিক শোষণের ফলে আলোর কিছু তরঙ্গদৈর্ঘ্য অন্যদের তুলনায় বেশি প্রভাবিত হয়। এর ফলে মহাজাগতিক বস্তুর রঙ পরিবর্তিত হয়। প্রকৃতপক্ষে যা রঙ, তার থেকে বেশি লাল দেখায়।' নাসার এই ছবির জন্য নেটিজেনরা ধন্যবাদ জানিয়েছেন। পাল্টা দীপাবলির শুভ কামনা জানিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাকে।