নিজস্ব সংবাদদাতাঃ ধূলিকণার নিয়ম লঙ্ঘনের জন্য দিল্লি সরকার শনিবার ৯২টি নির্মাণ স্থল নিষিদ্ধ করল। দিওয়ালির পরে শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স বিপজ্জনক হয়ে ওঠায় এই সিধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। দিল্লির পরিবেশ মন্ত্রী জানান, জরুরি ব্যবস্থা হিসেবে সরকার বায়ু দূষণ কমাতে ধোঁয়া-বিরোধী জলের ট্যাঙ্কের সাহায্যে রাস্তায় জল স্প্রে করাও শুরু করেছে।'' দিল্লি সরকার গত মাসে বায়ু দূষণ মোকাবেলায় একটি কর্মপরিকল্পনা চালু করা হয়েছিল। কিন্তু দিওয়ালির দিন পাঞ্জাব, হরিয়ানায় খড় পোড়ানো বৃদ্ধি পায় এবং রাজধানীতে বাজি ফাটানোর ফলে বেড়েছে দূষণের মাত্রা।