শীঘ্রই ভারতে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ

author-image
Harmeet
New Update
শীঘ্রই ভারতে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ

নিজস্ব সংবাদদাতাঃ শীঘ্রই শিশুদের কোভিড টিকাকরণের নির্দেশিকা জারি হতে পারে। আপাতত কোমর্বিডিটির তালিকা তৈরি করছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি। অর্থাৎ যে শিশুদের গুরুতর অসুস্থতা রয়েছে, এবং যাদের করোনা হলে ঝুঁকি বেশি, তাদের আগে টিকা দেওয়া হবে। 'এই প্রোগ্রামে শিশুদের কীভাবে সবচেয়ে ভালো পন্থায় (কোভিড-১৯) টিকা দেওয়া যায়, তা নিয়ে আলোচনা হচ্ছে। এর জন্য বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে। শিশুদের স্বাস্থ্যের প্রশ্ন এটি। তাই এটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হচ্ছে,'। নভেম্বরেই শিশুদের কোভিড-১৯ টিকাদান শুরু হতে পারে। প্রাথমিকভাবে ১২ বছর ও তার বেশি বয়সিদের টিকা দেওয়া হতে পারে। দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ক্ষেত্রে যেভাবে প্রথমে কোমর্বিডিটিতে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, এক্ষেত্রেও সেরকম হওয়ার সম্ভাবনা বেশি।কোমর্বিডিটি তালিকায় সব ধরনের ক্যানসার, জন্মগত হৃদরোগ, দীর্ঘস্থায়ী লিভার এবং কিডনির রোগ এবং ফুসফুস সংক্রান্ত অসুস্থতা থাকতে পারে। যে সকল শিশুর অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে তাদেরও অগ্রাধিকার দেওয়া হবে।