ভাইফোঁটার সকাল শুরু বাউলের সুরে

author-image
Harmeet
New Update
ভাইফোঁটার সকাল শুরু বাউলের সুরে

হরি ঘোষ, আসানসোল : মেঠো পথ, বাউলের সুর, পাশেই অজয় নদ জানান দেয় রাঢ় বঙ্গের ঐতিহ্য আজও বেঁচে আছে। বাউলের মধ্যে দিয়ে ভাইফোঁটার সকাল শুরু হয়। গানের মধ্যে দিয়েই ভাই বোনদের মঙ্গল কামনা করা হয়। চলে গ্রাম পরিক্রমা। প্রত্যেক বছর প্রভাতী সঙ্গীত ও বাউলের সুরে কৃষ্ণপুর, বেতা সহ বেশ কয়েকটি গ্রামে লালন ফকিরের গান, আবার কখনো ভাঁটিয়ালি গান দিয়ে হয় গ্রাম পরিক্রমা। আনন্দ দেওয়া হয় বাচ্চাদের। গোপীনাথ বাস্কি তার সঙ্গীকে নিয়ে সূর্য উদয়ের আগেই ভাইফোঁটার সকাল শুরু করে প্রান্তিক গ্রামে গান গেয়ে। গান শুনে আনন্দ পায় এলাকার বাচ্চারা থেকে বয়োজ্যেষ্ঠরা। এলাকাবাসীরা জানান, প্রাচীন ঐতিহ্য আজও নব প্রজন্মকে বার্তা দেয়। হারিয়ে যাওয়া সুর আজও শোনা যায় এই এলাকা গুলিতে। তারাও ছোট থেকে দেখে আসছে বাউল গান ভাইফোঁটার সকাল থেকে। যদিও আগের মত আর নেই। তবুও কিছু বাউল শিল্পী বাঁচিয়ে রাখার চেষ্টা করে প্রাচীন ঐতিহ্যকে। রাজ্য সরকারের অনুদান পেয়ে খোলা মনে গান গাইতেও দেখা যায় গোপীনাথ এবং তার দলকে।