কলিঙ্গ ইনস্টিটিউটে ফের নেপালি ছাত্রীর রহস্যমৃত্যু! বিদেশি ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
পাশে প্রধানমন্ত্রী বসে! তাঁর সামনেই একী বললেন কেরালার মুখ্যমন্ত্রী
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে বাড়ি ভাঙলো, গ্রাম পঞ্চায়েত নীরব
প্রবল ঝড়ে গাছ ভেঙে তিন শিশু সহ মায়ের মৃত্যু! এলাকা জুড়ে শোকের ছায়া
কীভাবে প্রতিশোধ নেওয়া হবে পাকিস্তানের ওপর! দিলীপ ঘোষের মন্তব্যে ফাঁস হয়ে গেল সব কিছু
১৯ দিন ধরে বন্ধ ২০০ ট্রেন, বিপাকে ডেবরা, সবং, পিংলার যাত্রীরা
কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলোর নিরাপত্তা কেমন! কী বলছেন বিজেপি নেতা
মাধ্যমিকের ফল প্রকাশ, রাজ্যে সামগ্রিকভাবে বৃদ্ধি পেল পাশের হার
যুক্তরাজ্যে বড় ধাক্কা: লেবার পার্টির কাছ থেকে আসন কেড়ে নিল কট্টর ডানপন্থী 'রিফর্ম ইউকে'

ভাইফোঁটার সকাল শুরু বাউলের সুরে

author-image
Harmeet
New Update
ভাইফোঁটার সকাল শুরু বাউলের সুরে

হরি ঘোষ, আসানসোল : মেঠো পথ, বাউলের সুর, পাশেই অজয় নদ জানান দেয় রাঢ় বঙ্গের ঐতিহ্য আজও বেঁচে আছে। বাউলের মধ্যে দিয়ে ভাইফোঁটার সকাল শুরু হয়। গানের মধ্যে দিয়েই ভাই বোনদের মঙ্গল কামনা করা হয়। চলে গ্রাম পরিক্রমা। প্রত্যেক বছর প্রভাতী সঙ্গীত ও বাউলের সুরে কৃষ্ণপুর, বেতা সহ বেশ কয়েকটি গ্রামে লালন ফকিরের গান, আবার কখনো ভাঁটিয়ালি গান দিয়ে হয় গ্রাম পরিক্রমা। আনন্দ দেওয়া হয় বাচ্চাদের। গোপীনাথ বাস্কি তার সঙ্গীকে নিয়ে সূর্য উদয়ের আগেই ভাইফোঁটার সকাল শুরু করে প্রান্তিক গ্রামে গান গেয়ে। গান শুনে আনন্দ পায় এলাকার বাচ্চারা থেকে বয়োজ্যেষ্ঠরা। এলাকাবাসীরা জানান, প্রাচীন ঐতিহ্য আজও নব প্রজন্মকে বার্তা দেয়। হারিয়ে যাওয়া সুর আজও শোনা যায় এই এলাকা গুলিতে। তারাও ছোট থেকে দেখে আসছে বাউল গান ভাইফোঁটার সকাল থেকে। যদিও আগের মত আর নেই। তবুও কিছু বাউল শিল্পী বাঁচিয়ে রাখার চেষ্টা করে প্রাচীন ঐতিহ্যকে। রাজ্য সরকারের অনুদান পেয়ে খোলা মনে গান গাইতেও দেখা যায় গোপীনাথ এবং তার দলকে।