নিজস্ব সংবাদদাতা : স্কুল কলেজে প্রবেশ নিষিদ্ধ হয়েছিল আগেই। এবার আফগান মহিলাদের জন্য জারি হল আরও এক নিষেধাজ্ঞা। যার জেরে ত্রাণকার্যেও অংশ নিতে পারবেন না তারা। এক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তরফে জানানো হয়েছে, মহিলা মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবকদের ওপর রাশ টেনেছে তালিবানরা। এক সাক্ষাৎকারে মানবাধিকার সংগঠনের নারী অধিকার বিষয়ক বিভাগের ডিরেক্টর জানিয়েছেন, 'এহেন নিষেধাজ্ঞার জেরে অনেকেই জীবনদায়ী ওষুধ, খাবার পাচ্ছেন না। স্বেচ্ছাসেবক হিসেবে মহিলাদের কাজ করতে দিতে হবে এমন শর্ত কেউ আরোপ করেনি। দুঃস্থদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য মহিলাদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।' অন্যদিকে, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে মাত্র তিনটে প্রদেশে মহিলা স্বেচ্ছাসেবকদের কাজ করতে দেওয়া নিয়েও একাধিক শর্ত আরোপ করা হয়েছে।