বাজি ফাটানয় বিরক্ত হয়ে অ্যাসিড হামলা ফল বিক্রেতার

author-image
Harmeet
New Update
বাজি ফাটানয়  বিরক্ত হয়ে অ্যাসিড হামলা ফল বিক্রেতার

নিজস্ব সংবাদদাতাঃ দিওয়ালির রাতে  বাজি ফাটানো ঘিরে আনন্দে চিৎকারে গোটা পাড়াকেই মাথায় তুলছিল ১০-১২ জন কিশোর-কিশোরী। কিন্তু বাজির শব্দ ও বাচ্চাদের চিৎকারে অতিষ্ঠ হয়ে উঠছিলেন পাড়ারই এক বাসিন্দা। বারণ করা সত্ত্বেও বাচ্চারা বাজি ফাটানো না থামানোয় তাদের লক্ষ্য করেই অ্যাসিড ছুড়লেন এক ব্যক্তি। ওই ঘটনায় বাচ্চারা কোনওমতে রক্ষা পেলেও অ্যাসিডে পুড়ে গিয়েছেন দুই মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বান্দ্রা জেলায়। শুক্রবার বিকালে কৈলাশপুরী এলাকায় বাচ্চারা যখন বাজি পোড়াচ্ছিল, সেই সময়ই ওই ফল বিক্রেতা তাদের বাজি পোড়াতে ও চিৎকার-চেঁচামেচি করতে বারণ করেন। কিন্তু উৎসবের দিনে সেই নিষেধের তোয়াক্কা না করেই বাচ্চারা ফের বাজি পোড়াতে শুরু করে। তারপরই ঘটে ঘটনাটি