নভেম্বরে দাম্পত্য জীবন কেমন যাবে আপনার জেনে নিন

author-image
Harmeet
New Update
নভেম্বরে দাম্পত্য জীবন কেমন যাবে আপনার জেনে নিন

নিজস্ব সংবাদদাতাঃ 

মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি গ্রহ শুক্র। ক্ষেত্রে অবস্থান রবি এবং মঙ্গলের। দৃষ্টি সম্পর্ক শনির সঙ্গে। দাম্পত্য সুখের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি গ্রহ মঙ্গল। ক্ষেত্রে অবস্থান কেতুর। দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মিথুন রাশির দাম্পত্য ক্ষেত্র অধিপতি বৃহস্পতি নীচস্ত ক্ষেত্রে অবস্থান করলেও দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান শুক্রের। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

কর্কট রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি শনির নিজক্ষেত্রে শুভ অবস্থান শুভত্ব দান করবে দাম্পত্য সুখের ক্ষেত্রে। বৃহস্পতির সহাবস্থান শুভত্ব বৃদ্ধি করবে। প্রেমপ্রীতির ক্ষেত্র খুব শুভ নয়।

সিংহ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ।

কন্যা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি গ্রহ বৃহস্পতির নীচস্ত অবস্থান। ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক কেতুর। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

তুলা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি মঙ্গলের নিজক্ষেত্রে দৃষ্টি দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল দান করবে।

বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি গ্রহ শুক্র। ক্ষেত্রে অবস্থান করছে রাহু। দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির সঙ্গে। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

ধনু রাশির দাম্পত্য সুখের অধিপতি গ্রহ বুধ। দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শুক্রের। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য সুখের ক্ষেত্রে।

মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতি এবং শনির। মাসের অধিকাংশ সময় দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হলেও মাসের শেষ সপ্তাহে ফলের পরিবর্তন হবে।

কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি গ্রহ রবি। রবির নীচস্ত অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভ ফল দান করবে না। মাসের দ্বিতীয় অর্ধে রাশি পরিবর্তনের পর ক্রমশ শুভত্ব বৃদ্ধি পাবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে।

মীন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি গ্রহ বুধ। ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতি এবং রাহুর। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। মাসের শেষ সপ্তাহে ফলের পরিবর্তন হবে। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।