নিজস্ব সংবাদদাতাঃ যে কোনও উৎসব মানেই পরিবারের মানুষ, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো, আনন্দে মেতে ওঠা। কিন্তু যদি কোনও কারণে কোনও একটা দীপাবলি একা কাটাতে হয়? ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাঁদের কাজের সূত্রে হোক বা অন্য যে কোনও কারণে, পরিবারের থেকে অনেক দূরে থাকতে হচ্ছে। অথবা এমন অনেকে আছেন যাঁরা সিঙ্গল। কিন্তু একা বলেই কি তাঁরা দীপাবলির আনন্দ থেকে বঞ্চিত হবেন? কখনওই না! আমরা দিচ্ছি এমন কিছু টিপস যা মেনে চললে দিওয়ালির রাতে আর একাকিত্বে ভুগতে হবে না তাঁদের!
বাড়িটা সাজিয়ে ফেলুন
পরিচিত সিঙ্গলদের ডেকে নিন
পাড়ার অনুষ্ঠানে যোগ দিন
সমাজসেবামূলক কাজে অংশ নিন