নিজস্ব সংবাদদাতাঃ
আজকাল জীবনের প্রতি মুহূর্তেই সঙ্গী সোশাল মিডিয়া। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখতে, নিজের জীবনের আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে বা জরুরি কোনও বার্তা দিতে সোশাল মিডিয়াই হয়ে ওঠে অন্যতম মাধ্যম। কিন্তু নিজের বৈবাহিক বা প্রেমজীবনের কথা সোশাল মিডিয়ায় শেয়ার করার সময় কতটুকু বলতে হবে আর কোথায় থামতে হবে সেটা অনেকেই বুঝতে পারেন না। সঙ্গীর প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে অনেকেই সোশাল মিডিয়ায় বাড়াবাড়ি করে ফেলেন যা অস্বস্তিতে ফেলতে পারে অপরপক্ষকে। তাই সোশাল মিডিয়ায় প্রেমিকের প্রতি আপনার আচরণ ঠিক কেমন হবে জানতে চটপট চোখ বুলিয়ে নিন।
খুব বেশি ‘হার্ট’ ইমোটাইকন পোস্ট করবেন না
খুব বেশি ‘হার্ট’ ইমোটাইকন পোস্ট করবেন না
আদরের নামে ডাকাডাকি চলবে না
আদরের নামে ডাকাডাকি চলবে না
আপনার পোস্টে ওঁকে কমেন্ট করার জন্য জোর করবেন না