পেট্রোল ডিজেলের থেকে রাজ্য সরকারের কর কমাবার এবং পৌরনিগম নির্বাচনের দাবিতে সরব বিজেপি

author-image
Harmeet
New Update
পেট্রোল ডিজেলের থেকে রাজ্য সরকারের কর কমাবার এবং পৌরনিগম নির্বাচনের দাবিতে সরব বিজেপি

রাহুল পাসোয়ান, আসানসোলঃ পশ্চিম বর্ধমান আসানসোল পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে, কেন্দ্রীয় সরকার বুধবার পেট্রোল থেকে ৫ টাকা এবং ডিজেলের থেকে ১০ টাকা কর কমাবার পর ১০ থেকে ১২ টাকা রাজ্য সরকার তাদের প্রাপ্য ভ্যাট থেকে কিছুটা কর কমিয়েছেন কিন্তু পশ্চিম বাংলার সরকার কোন কর কমাবার কথা ঘোষণা করেননি বলে অভিযোগ করেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি শিবরাম বর্মন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান বিভিন্ন রাজ্য যখন কর কমাচ্ছেন সাধারণ মানুষের দুর্দশার কথা চিন্তা করে সেসময় পশ্চিম বাংলার রাজ্য সরকারের উচিত কিছুটা কর কমানো। করোনা আবহাওয়া সামলে বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলার জন্য রাজ্য সরকার অনুমতি দিচ্ছেন তখন আসানসোল পৌরনিগমের নির্বাচন করার অনুমতি দেবার দাবি করছেন রাজ্য সরকারের কাছে। বিগত একবছর আগে আসানসোল পৌরনিগমের মেয়াদ ফুরিয়ে গেছে ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছে পৌরনিগমের জনগণ।