বন্ধু দিতিপ্রিয়ার হাত ধরে রোড ট্রিপে বেরোচ্ছেন বিক্রম

author-image
Harmeet
New Update
বন্ধু দিতিপ্রিয়ার হাত ধরে রোড ট্রিপে বেরোচ্ছেন বিক্রম

নিজস্ব সংবাদদাতাঃ  পরিচালক আদিত্য সেনগুপ্তর ছবিতে এবার দেখা যাবে দিতিপ্রিয়া ও বিক্রমকে। একটি রোড ট্রিপের ঘটনাকে কেন্দ্র  করে গড়ে উঠছে কাহিনীটি। ব এই ছবি প্রযোজনার দায়িত্বে থাকছেন সম্পূর্ণা লাহিড়ী এবং রাহুল ভঞ্জ। লম্বা রোড ট্রিপ আর দুই বন্ধুর বন্ডিং- এই নিয়েই এগোবে ছবির গল্প। এই রোড ট্রিপে বেরিয়েই জীবনের নতুন মানে খুঁজে পাবে দুই বন্ধু। আদিত্যের মূল পরিচয় ‘প্রজাপতি বিস্কুট’কে ঘিরে হলেও জিত্-কোয়েলের ‘শেষ থেকে শুরু’ ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি, পাশাপাশি খেয়ালি ঘোষ দস্তিদারের একমাত্র পুত্রের ছোট ছবি কান চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয়েছে। জি বাংলা অরিজিন্যালস-এর জন্য ‘শেষ মেস’-এর মতো ছবি তৈরি করেছেন। প্রথমবার রুপোলি পর্দায় পরিচালক হিসাবে হাতেখড়ি হচ্ছে টলিউডের ঘরের ছেলে 'বুশকা'র (আদিত্যর ডাক নাম), উচ্ছ্বসিত ‘অভিভাবক’ প্রসেনজিত্।