নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। তবে শুধু রাজনীতির ময়দান নয়। তাঁর বাইরেও ছাপ রেখেছিলেন মন্ত্রী। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোক প্রকাশ করলেন। অভিনেত্রী জানান, ''২০০৪ সালে, তখনও স্টার থিয়েটার নতুন ভাবে সেজে ওঠেনি। মঞ্চে অভিনয় করার মতোও পরিস্থিতি হয়নি। কিন্তু স্টার থিয়েটারেই একটি নাটক মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিয়েছিলেন সুদীপ্তা। অভিনেত্রী লিখছেন, "২০০৪ সাল, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস। দুজন যুবক আমার সঙ্গে কথা বলতে এলো একটা নাটক নিয়ে। তাদেরই একজনের লেখা নাটকটা। নাটকে তিনটে চরিত্র। ওদের আবদার, তিনটে তেই আমাকে অভিনয় করতে হবে। ওদের সঙ্গে ছিল দক্ষিণেশ্বর অঞ্চলের আরো কিছু তরতাজা ছেলেমেয়ে। তারা মিলে দল বেঁধেছে। মঞ্চ আমাকে বরাবরই টানে।"