সেমিফাইনালে পৌঁছাতে ভারতের কাছে রয়েছে ৩টি উপায়

author-image
Harmeet
New Update
সেমিফাইনালে পৌঁছাতে ভারতের কাছে রয়েছে ৩টি উপায়

নিজস্ব সংবাদদাতাঃ এবারের বিশ্বকাপ সফর মোটেই ভালো শুরু হয়নি কোহলি বাহিনীর জন্য। নিজেদের প্রথম দুই ম্যাচেই পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের জেরে এই মুহূর্তে শেষ চারে যাওয়াও যথেষ্ট কঠিন হয়ে পড়েছে ভারতের পক্ষে। তবে আশার কথা এই যে গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয়ে তুলে নিয়েছে তাঁরা। যার ফলে সেমিফাইনালের ক্ষীণ আশা এখনও জীবিত। তবে নেট রানরেট ভালো করতে হলে স্কটল্যান্ডকেও বড় ব্যবধানে হারাতে হবে বিরাট বাহিনীকে। আসুন দেখে নেওয়া যাক ঠিক কত ব্যবধানে স্কটল্যান্ড এবং নামিবিয়াকে হারালে ভারতের পরবর্তী পর্যায়ে আশা জীবিত থাকতে পারে। বুধবার প্রথম দুর্দান্ত ফর্মে ছিলেন রোহিত, রাহুল, হার্দিক এবং পন্থরা। যার জেরে প্রথমে ব্যাট করে ২১০ রানের বিশাল স্কোর খাড়া করেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪৪ রানেই শেষ হয়ে গিয়েছিল আফগানিস্তান। যা তাদের নেট রানরেটেও বড় প্রভাব ফেলেছে। ভারতের বিরুদ্ধে হারের পর এই মুহূর্তে আফগানিস্তানের নেট রান রেট +১.৪৮১। অন্যদিকে ভারত পৌঁছেছে +০.০৭৩ এ। এর আগে পর্যন্ত যেভাবে পিছিয়ে ছিল তাঁরা তার নিরিখে দেখতে হলে এটি একটি লম্বা লাফ ভারতের জন্য। তবে এই লম্বা লাফেও কোনো কাজ হবে না যদি স্কটল্যান্ড এবং নামিবিয়াকে অন্তত ১২০ রানের ব্যবধানে হারাতে না পারে ভারতীয় দল। অর্থাৎ আজ থেকেই মরু দেশে বড় বড় স্কোর খাড়া করতে হবে রোহিত-বিরাটদের। একমাত্র সেক্ষেত্রেই আফগানিস্তানকে টেক্কা দেবার সুযোগ থাকবে ভারতের কাছে। তবে সবটাই নির্ভর করছে আফগানিস্তান নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিতে পারে কিনা তার উপর। কারণ ভারতের পক্ষে স্কটল্যান্ড এবং নামিবিয়াকে বড় ব্যবধানে হারানো হয়তো ততখানি মুশকিল হবে না, যতটা মুশকিল আফগানিস্তানের জন্য উইলিয়ামসনদের বিরুদ্ধে জয় তুলে নেওয়া। অর্থাৎ দেখতে গেলে সেমিতে পৌঁছাতে এখন তিনটি পথ রয়েছে ভারতের কাছে, প্রথমত ১২০ রানের ব্যাবধানে নিজেদের শেষ দুই ম্যাচ জেতা ও তারপর আফগানিস্তানের জয়ের জন্য প্রার্থনা শুরু করা। যদি কোনোভাবে আফগানিস্তান ম্যাচ জিততে না পারে, সে ক্ষেত্রে সরাসরি সেমিফাইনালের টিকিট হাতে চলে আসবে নিউজিল্যান্ডের। কারণ তারপর তাঁদের প্রতিপক্ষ হতে চলেছে নামিবিয়া। স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডের মতো বড় দলের বিরুদ্ধে লড়াই দেবার মত ক্ষমতা নেই তাঁদের। তাই ভারতের একমাত্র আশা এখন আফগানিস্তান। ৭ তারিখ এই ম্যাচে কি হয় তার ওপরেই নির্ভর করবে কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন।