নিজস্ব সংবাদদাতাঃ শেষ যাত্রায় সুব্রত মুখোপাধ্যায়। পঞ্চায়েত মন্ত্রীর মরদেহ নিয়ে আসা হয়েছে রবীন্দ্র সদনে। এরপর সেখান থেকে বিধানসভায় প্রায় আধ ঘণ্টা শায়িত থাকবে মন্ত্রীর মরদেহ। এরপর বাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। সেখান থেকে নিয়ে যাওয়া হবে এভারগ্রিন ক্লাবে। এদিকে ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, শুক্রবার বাড়ি ফেরার কথা ছিল মন্ত্রীর। ঠিক ছিল, কাল শুধু ফোঁটা নেবেন। কিন্তু কিছুই হল না।