ভুয়ো ভ্যাকসিনেশনের খপ্পরে মিমি

author-image
Harmeet
New Update
ভুয়ো ভ্যাকসিনেশনের খপ্পরে মিমি

নিজস্ব সংবাদদাতাঃ  গত মঙ্গলবার কসবার একটি ভ্যাকসিনেশন ড্রাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মিমিকে। তৃতীয় লিঙ্গের কিছু মানুষ, রূপান্তরকামী, বিশেষভাবে সক্ষম কিছু মানুষ ও দুঃস্থদের ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়েছিল সেখানে। ভ্যাকসিনেশন ড্রাইভে উপস্থিত হয়ে নিজেও ভ্যাকসিন নিয়েছিলেন মিমি। কিন্তু তারপরেই শুরু হয় সমস্যা।


মিমি বলছেন, ' আমায় বলা হয়েছিল, জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের উদ্যোগে একটা ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করা হয়েছে। তৃতীয় লিঙ্গের কিছু মানুষ, রূপান্তরকামী, বিশেষভাবে সক্ষম কিছু মানুষ ও দুঃস্থদের ভ্যাকসিন দেওয়া হবে। সেখানে আমি গেলে সবাই উৎসাহিত হবে। কাজটা ভালো মনে করেই আমি সেখানে যাই। সিদ্ধান্ত নিই আমি নিজেও সেখানে ভ্যাকসিন নেব। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরেই আমার খটকা লাগে। মোবাইলে কোনও মেসেজ আসেনি আমার। সংস্থাটির তরফে বলা হয়, একটু বাদে আসবে। আমি সার্টিফিকেট চাই। তখন বলা হয়, আপনি বাড়ি পৌঁছতে পৌঁছতে সার্টিফিকেট চলে যাবে। কাছেই আমার বাড়ি। ফিরে এসেও সার্টিফিকেট পাইনি। আমার অফিস থেকে লোক সার্টিফিকেট চাইতে গেলে বলা হয় কয়েকদিন সময় লাগবে। কোউইন অ্যাপেও ভ্যাকসিনেশন রেজিস্টার্ড হয়নি।'



আরও খবরঃ

https://anmnews.in/Home/GetNewsDetails?p=4127

/

https://anmnews.in/Home/GetNewsDetails?p=4124


For more details visit

www.anmnews.in


Follow us at

https://www.facebook.com/newsanm