দুয়ারে শীত!

author-image
Harmeet
New Update
দুয়ারে শীত!

নিজস্ব সংবাদদাতাঃ বাংলায় দুর্গোৎসব কেটেছে বিক্ষিপ্ত বৃষ্টিতে। বঙ্গবাসী আজ কালীপুজো উদযাপন করছেন। তবে বৃষ্টির ভ্রুকুটি নয়, বরং  মনোরম আবহাওয়া দেখা যাচ্ছে রাজ্য জুড়ে।এদিন সকালে  কলকাতা ও আশপাশের এলাকায় সামান্য কুয়াশা দেখা গিয়েছে। সঙ্গে ছিল আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের অনেক শহরেই ন্যূনতম তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। হাওয়া অফিস বলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। সেই কারণে  আগামী পাঁচ দিন কোন বৃষ্টির সম্ভাবনা নেই।আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরর।