বাংলার অন্যতম সিদ্ধপিঠ কল্যানেশ্বরীর কালীপুজো

author-image
Harmeet
New Update
বাংলার অন্যতম সিদ্ধপিঠ কল্যানেশ্বরীর কালীপুজো

রাহুল পাসোয়ান, আসানসোলঃ মা কল্যানেশ্বরী আসলে শ্যামারুপার আরাধনা মন্দির। বাংলার অন্যতম সিদ্ধপিঠ কল্যানেশ্বরী। রাজা বল্লাল সেনের আমলে কাপালিক দেবিদাস চট্টোপাধ্যায় সিদ্ধিলাভ করেছিলেন। তারপর থেকে আসানসোল ঝাড়খণ্ডের শেষ সীমানায় মাইথনের কাছে হয়ে আসছে মা কল্যানেশ্বরীর পুজো। বহু অলৌকিক ঘটনা আর গল্পগাঁথা রয়েছে কল্যাণেশ্বরী মন্দিরকে ঘিরে। এই সব ঘটনা শোনার জন্য ভক্তরা আজও ভিড় করেন মন্দির প্রাঙ্গণে। পাহাড় কেটে মন্দির বানানো হয়েছে। কথিত রয়েছে, এখানে গুহার মুখে দেবী অধিষ্ঠিত। মা কল্যাণেশ্বরী মন্দিরে কোনও মূর্তি পুজো হয় না। শ্যামারুপার রত্ন খচিত মূর্তি রয়েছে ওই গুহার নীচে। রাজা বা রাজপাট না থাকলেও, এখনও কাশীপুরের রাজবাড়ি থেকেই পাঠানো হয় নৈবেদ্য। প্রায় ৯ শতকের এই পুজোয় রাজার নামেই প্রথম সংকল্প করা হয়।

সে মতো আজ কালীপুজোর দিন মায়ের পুজোর শেষ পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। রাত ন'টা সাড়ে নটা নাগাদ মায়ের পূজা শুরু হবে, পুজো শেষে ছাগ বলি এবং ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হবে বলে জানালেন মন্দিরের প্রধান সেবায়েত দিলীপ দেওঘরিয়া ।