এবারের দক্ষিণেশ্বর কালীবাড়ির কালীপূজা

author-image
Harmeet
New Update
এবারের দক্ষিণেশ্বর কালীবাড়ির কালীপূজা

নিজস্ব সংবাদদাতাঃ ১৮৫৫ সাল থেকে চলে আসছে দক্ষিণেশ্বরেরে কালীবাড়ির পুজো। রানী রাসমনী এই পুজো প্রথম শুরু করেন। তারপর   রামকৃষ্ণদেবের সাধনাস্থলে পরিণত হয় এই মন্দির। আজকের দিনে চার প্রহরে পূজিত হন মা ভবতারিণী। এবার পুজো শুরু হবে রাত দশটার পর। আজ ভোর পাঁচটায় মন্দির খোলে। তারপর যদিও বেলা ১২ টা থেকে সুপুর ৩ টে পর্যন্ত মন্দির বন্ধ ছিল। গতবারের মতো এবারও ফুল, ধূপকাঠি-সহ অন্যান্য সামগ্রী নিয়ে মন্দিরে ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে মিষ্টি নিয়ে ঢুকতে পারবেন ভক্তরা।