নিজস্ব সংবাদদাতাঃ ১ ডিসেম্বর থেকে বিশ্বভারতীতে শুরু হচ্ছে অফলাইন ক্লাস। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সশরীরে ক্লাস করতে পারবেন দশম ও দ্বাদশ শ্রেণি, স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি পড়ুয়ারা। তবে অফলাইন ক্লাসে সমস্ত পড়ুয়ার ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। বিশ্বভারতীর হস্টেল খুলবে ২০২২-এর জানুয়ারি মাসে। দিনক্ষণ পরে জানানো হবে। বাকি পড়ুয়াদের ক্ষেত্রে অনলাইন ক্লাস চালু থাকবে কিনা, তা এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।