'চল্লিশ পেরলেই আবেদনময়ী হয়ে ওঠেন নারীরা', অকপট বিদ্যা বালন

author-image
Harmeet
New Update
'চল্লিশ পেরলেই আবেদনময়ী হয়ে ওঠেন নারীরা', অকপট বিদ্যা বালন

নিজস্ব সংবাদদাতাঃ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালন। বরাবরই স্পষ্ট বক্তা তিনি। নিজের অভিনয় দক্ষতায় সকলকে মুগ্ধ করেছেন তিনি। তবে এবার যৌনতা ও সঙ্গম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, 'যাঁরা বলেন চল্লিশের কোঠা পেরোনোর পরে একজন নারী আরও দুষ্টু হয়ে যান, একেবারে ঠিক বলেন। আমি একেবারে সহমত তাঁদের সঙ্গে!' শুধু তাই নয় অভিনেত্রী আরও বলেন, 'শুধু দুষ্টুই নয়, অনেক বেশি আকর্ষণীয় এবং আবেদনময়ী হয়ে ওঠেন নারীরা'।