নিজস্ব সংবাদদাতাঃ ইংল্যান্ড এবার করোনার চিকিৎসার জন্য একটি 'পিল'-এর অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার, মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) মার্ক (এমআরকে) দ্বারা যৌথভাবে তৈরি অ্যান্টিভাইরাল পিল ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই পিলটির নাম মোলুপিরাভি। এই ট্যাবলেটটি প্রতিদিন দুবার দুর্বল রোগীদের দেওয়া হবে যারা সম্প্রতি কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ বলেছেন, যুক্তরাজ্যের এই চিকিৎসার ধরন "গেমচেঞ্জার" হবে।