নিজস্ব সংবাদদাতাঃ হাঁটুর চোটের জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-র হয়ে লাইপজিপের বিরুদ্ধে খেলতে না পারলেও, জাতীয় দলে ডাক পেলেন আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসি। উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্তিনা দলে আছেন মেসি। এই দু’টি ম্যাচ যথাক্রমে ১২ ও ১৬ নভেম্বর। দলকে জেতানোর জন্য মেসির উপর ভরসা রাখছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এখন ১১ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট আর্জেন্তিনার। আর দু’টি ম্যাচ জিতলেই কাতারে আগামী বছরের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে দু’বারের চ্যাম্পিয়নরা। তার আগে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের জন্য ঘোষিত দলে প্রথমবার ৬ জন তরুণ ফুটবলারকে রেখেছেন আর্জেন্তিনার কোচ।