নিজস্ব সংবাদদাতাঃ ১৪.৪ ওভারে জাম্পার বলে স্মিথের হাতে ধরা পড়েন মুস্তাফিজুর রহমান। ম্যাচে জাম্পার এটি চতুর্থ শিকার। ৯ বলে ৪ রান করে আউট হন মুস্তাফিজ। বাংলাদেশ ৭৩ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান শরিফুল ইসলাম। ১৪.৬ ওভারে জাম্পার বলে ফিঞ্চের হাতে ধরা পড়েন শরিফুল। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ম্যাচে জাম্পার এটি পঞ্চম উইকেট। তিনি ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। তাস্কিন ৬ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ ১৫ ওভারে মাত্র ৭৩ রানে অল-আউট হয়ে যায়। টি-২০ বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় নিম্নতম স্কোর। এর আগে ২০১৬ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানে আউট হয়েছিল বাংলাদেশ। সুতরাং, এই ম্যাচে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৭৪ রান।