নিজস্ব সংবাদদাতাঃ কাটোয়ার ঝুপ মা। এখানে নিমগাছকে বেনারসী পরিয়ে কালী রূপে পুজো করা হয়। কথিত আছে, প্রায় ২০০ বছর আগে এক সাধক নিমগাছের তলায় বসে সাধনা করেন। তিনি নিমগাছে কালী রূপ প্রত্যক্ষ করেন। তারপর থেকেই নিমগাছ কালীরূপে পূজিতা। এখন দেবী মা ঝুপ মা বলে পরিচিত।