নিজস্ব সংবাদদাতাঃ প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে আইসিসি টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। পরে ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে কোনও রকমে সুপার টুয়েলভে জায়গা করে নেন শাকিব আল হাসানরা। যদিও সুপার টুয়েলভে এখনও জয়ের মুখ দেখেনি বাংলাদেশে। তারা প্রথম চারটি ম্যাচেই হেরেছে। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে সম্মুখসমরে মাহমুদুল্লাহরা। অজিদের হারালে হৃত সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধার করবে বাংলাদেশ। তবে এই ম্যাচেও হারতে হলে একরাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হবে মুশফিকুরদের। যদিও শাকিবহীন বাংলাদেশ অজিদের বিরুদ্ধে কতটা লড়াই চালাতে পারবে, তা নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়।
প্রথম ওভারে মিচেল স্টার্কের তৃতীয় বলে বোল্ড হন লিটন দাস। ১ বলে খেলে খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় বাংলাদেশ ওপেনারকে। বাংলাদেশ ১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সৌম্য সরকার। প্রথম ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২/১।