নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণেশ্বরের মন্দিরের কাছেই আদ্যাপীঠ। কালীপুজোর দিন এখানে পূজিতা হন ছোট মা। আদ্যা মা এখানে বড় মা। তিনি পূজিত হন রামনবমীর দিন। কথিত আছে, অন্নদা ঠাকুর আদ্যাপীঠের পুজোর প্রচলন করেন৷ এরপর থেকে শাস্ত্রীয় রীতি মেনে পূজিত হন শক্তির দেবী। আজ কালী পুজো উপলক্ষে নিয়ম করে দেবীর আরাধনা, সঙ্গে অন্নভোগ। করোনা আবহে এবার বেশ কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে।