২০৩০-এর মধ্যে জলের তলায় চলে যাবে এই শহরগুলি!

author-image
Harmeet
New Update
২০৩০-এর মধ্যে জলের তলায় চলে যাবে এই শহরগুলি!

নিজস্ব সংবাদদাতাঃ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। এক রিপোর্ট অনুযায়ী, আগামী ২০৩০ সালের মধ্যে ৯টি বড় শহর সম্ভবত জলের তলায় চলে যাবে। কারণ, উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন সঠিকভাবে কল্পনা করা কঠিন হতে পারে। বর্তমান সময়ে আর ২০৩০ সালের মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। যদি সময়মতো বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা না হয় তাহলে তা বড় সমস্যার কারণ হয়ে উঠবে আগামী দিনে। পরিবেশবিদরা আশঙ্কা করছেন যে এখন থেকেই যথেষ্ট গুরুত্ব দিয়ে না ভাবলে আগামী দিনে উষ্ণায়ন যত বাড়বে ততই বিপর্যয় নেমে আসবে মানবজীবনের ওপর। পরিবেশবিদরা জানাচ্ছেন, এই দশটি শহর হতে পারে কলকাতা, আমেরিকার সাভান্না, জর্জ টাউন, ব্যাঙ্কক, হো চি মিন সিটি, ভেনিস, নিউ ওরলিয়ান্স, বসরা শহর, আমস্টারডম।