দুর্গা মণ্ডপের পর কালী মন্দিরে ভাংচুর, এবার কোথায়?

author-image
Harmeet
New Update
দুর্গা মণ্ডপের পর কালী মন্দিরে ভাংচুর, এবার কোথায়?


নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজোর সময়ে ঠাকুরের পায়ের কাছে কোরআন রাখাকে কেন্দ্র করে বাংলাদেশে যে সাম্প্রদায়িক বিদ্বেষের ঘটনা ঘটেছিল তার আঁচ নিভতে না নিভতেই ঘটল আরেক ঘটনা। দীপাবলির প্রাক মুহূর্তে ভাংচুর চলল কালীমন্দিরে। ঘটনাস্থল সেই বাংলাদেশ। সোমবার রাতে দুটি কালী প্রতিমা ভাঙা হয় নওগার পোরশা উপজেলার দুটি গ্রামে। এছাড়াও ওপার বাংলার সংবাদ মাধ্যম সূত্রে খবর মোট ৬টি মন্দিরে ভাংচুর চালায় দুষ্কৃতীরা। কালী মন্দিরের সঙ্গে হামলা চালানো হয় শিব মন্দির, সন্ন্যাস মন্দিরেও। এহেন ঘটনায় চড়ছে পারদ। ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশর হিন্দুরা। হাসিনা সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু হলেও কেউ ধরা পড়েনি এখনও।