নিজস্ব সংবাদদাতাঃ এবারও কালীপুজো ঘিরে সেজে উঠেছে ৫১ সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা । মা এখানে দশমহাবিদ্যা রূপে পূজিত হন। করোনা আবহে স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি। ডবল ভ্যাকসিনের সার্টিফিকেট না থাকলে মন্দিরের গর্ভগৃহে প্রবেশে মিলবে না অনুমতি। কালীপুজো উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে নিত্যপুজো। সন্ধেয় বিশেষ আরতি। মন্দির চত্বরে ভক্তদের ভিড়। এ রাজ্য থেকেও অনেক ভক্ত পৌঁছে গিয়েছেন কামাখ্যায়।