লক্ষ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে অযোধ্যেতে দীপাবলির সূচনা

author-image
Harmeet
New Update
লক্ষ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে অযোধ্যেতে দীপাবলির সূচনা

নিজস্ব সংবাদদাতাঃ  উৎসবের জৌলুস অনেকটাই যেন বেড়ে গিয়েছে অযোধ্যাতে । বুধবার, সরযূ নদীর তীরে মাটি প্রদীপ জ্বালিয়ে দীপাবলি  উদযাপন শুরু হল উত্তর প্রদেশে অযোধ্যাতে। এই উৎসবের পোশাকি নাম “দ্বীপোৎসব” । অনুষ্ঠানের শুরুতেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সকলকেই দীপাবলির শুভেচ্ছো জানিয়েছেন। জানা গিয়েছে, ২০২২ সালে বিধানসভা নির্বাচনের আগের বছর ৯ লক্ষ দ্বীপ জ্বালিয়ে এই উৎসবের পঞ্চম বর্ষ ব্যপকভাবে উদযাপিত হবে। এই উৎসবে ৫০০ টি ড্রোন আকাশে রামায়ণের নানা ছবি দেখাবে।


লক্ষ্মীর আশীর্বাদে সংসার ফুলে ফেঁপে উঠুক এমনটা চান কি? তাহলে এই সলতেগুলি  দিয়ে প্রদীপ জ্বালাতে হবে! | Lighting diyas in these ways will attract  Goddess Lakshmi and keep ...