নিজস্ব সংবাদদাতাঃ উৎসবের জৌলুস অনেকটাই যেন বেড়ে গিয়েছে অযোধ্যাতে । বুধবার, সরযূ নদীর তীরে মাটি প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন শুরু হল উত্তর প্রদেশে অযোধ্যাতে। এই উৎসবের পোশাকি নাম “দ্বীপোৎসব” । অনুষ্ঠানের শুরুতেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সকলকেই দীপাবলির শুভেচ্ছো জানিয়েছেন। জানা গিয়েছে, ২০২২ সালে বিধানসভা নির্বাচনের আগের বছর ৯ লক্ষ দ্বীপ জ্বালিয়ে এই উৎসবের পঞ্চম বর্ষ ব্যপকভাবে উদযাপিত হবে। এই উৎসবে ৫০০ টি ড্রোন আকাশে রামায়ণের নানা ছবি দেখাবে।