নিজস্ব সংবাদদাতাঃ বিবিসি রেডিও ফাইভ লাইভের একটি গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ওই গবেষণায় বলা হয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের মহিলাদের মধ্যে এক তৃতীয়াংশ মহিলারাই নাকি যৌন মিলনের সময় হিংসার শিকার হয়ে থাকেন। এই ঘটনা ইদানিং খুব স্বাভাবিক ঘটনায় পরিণত হয়ে গেছে বলেই মনে করেন এই বিষয় নিয়ে সচেতনতামূলক কাজ করা কর্মীরা।যে সব নারীরা এই ঘটনার কথা স্বীকার করেছেন, তাদের মধ্যে অন্তত ২০ শতাংশ নারীই সঙ্গমের সময় শ্বাসরোধ করা, থুতু দেওয়া বা চড় মারার মতো অনভিপ্রেত ঘটনার শিকার হয়েছেন এবং পরবর্তীকালে তাঁরা যথেষ্ট বিপর্যস্ত বোধও করেছেন