বার্নপুরের ইয়ং মেনস অ্যাসোসিয়েশনের কালীপুজো থিম অন্তর আত্মার জাগরন

author-image
Harmeet
New Update
বার্নপুরের ইয়ং মেনস অ্যাসোসিয়েশনের কালীপুজো  থিম অন্তর আত্মার জাগরন

রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোলের বার্নপুরে ইয়ং মেনস অ্যাসোসিয়েশনের কালীপুজো 60 বছরে পর্দাপণ করলো। এবারের থিম অন্তর আত্মার জাগরন। বুধবার রাত থেকেই এই মন্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় দেখা গেল। জানা গিয়েছে বার্নপুরের ইয়ং মেনস অ্যাসোসিয়েশনের কালীপুজোয় প্রতি বছর নতুন নতুন থিম ভাবনাকে তুলে ধরা হয়। তাই এ বছরেও এই মন্ডপের থিম রূপে অন্তর আত্মার জাগরন। অর্থাৎ, মানুষের অন্তর আত্মার জাগরনকে মন্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। মন্ডপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে কালি প্রতিমা করা হয়েছে। আলোকসজ্জা রয়েছে চোখে পড়ার মতো। তাই কালি পুজোর আগের দিন থেকেই এই মন্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় দেখা গেল।