নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের বিবেকানন্দ মোড়ে কিশোর সংঘের উদ্যোগে আয়োজিত কালী পুজোর উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। জানা গিয়েছে, ২৫ বছর ধরে সার্বজনীন শ্যামা পুজোর আয়োজন করে আসছে কিশোর সংঘ। এবছরও থিম আকারে সার্বজনীন শ্যামা পুজোর আয়োজন করেছে তারা। করোনার পরিস্থিতি থিমে তুলে ধরা হয়েছে। মুলত মাস্ক দিয়েই সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। সদ্য বিদায় নেওয়া বর্ষায় একের পর এক বন্যায় বিধ্বস্ত হয়েছে ঘাটালবাসী। এদিন পুজো উদ্বোধনে গিয়ে মঞ্চে বক্তব্য রাখার সময় বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে রাজ্য সরকারকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন,"বন্যার সময় অনেকে এসে ফটোসেশান করে চলে গেছে কিন্তু নীরবে কাজ করেছে বিজেপি ও এই কিশোর সংঘ।" পাশাপাশি এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে দুর্গা পুজোর সময় বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাকে টেনে আনেন।