জব কার্ডকে ঘিরে রাজনৈতিক তরজা তৃণমূল-বিজেপির

author-image
Harmeet
New Update
জব কার্ডকে ঘিরে রাজনৈতিক তরজা তৃণমূল-বিজেপির


নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ
তৃণমূলের ডাকা মিছিলে যোগ না দেওয়ায় জব কার্ডের কার্ড কাজ থেকে বঞ্চনার অভিযোগ। চাঞ্চল্য ঘাটালের মনসুকা এলাকায়। ঘটনা ঘিরে জারি রাজনৈতিক তরজা। মঙ্গলবার বিকেলে চার কেন্দ্রে তৃণমূলের রেকর্ড জয়ের পরেই ঘাটালের মনসুকা এলাকায় একটি মিছিলের ডাক দেয় তৃণমূল নেতাকর্মীরা। মূলত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাক দেওয়া হয় এই মিছিলের। তবে সেই মিছিলে যোগ না দেওয়ায় এলাকার প্রায় ৪০ জনকে বাদ দিয়ে দেওয়া হল জব কার্ডের কাজ থেকে। অভিযোগ, বুধবার সকালে তারা যখন এলাকার একশো দিনের কাজে যোগ দিতে যায় সেই সময় তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত দিনকয়েক ধরেই মনসুকা এলাকায় একশো দিনের প্রকল্পে চলছে মাটি কাটার কাজ। বুধবার সকালের এই ঘটনাকে ঘিরে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় শাসকদলকে নিশানা করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তাঁর দাবি শুধু মনসুকা নয় ঘাটালের বিভিন্ন প্রান্তে বিজেপি করার অপরাধে সরকারী সুবিধা থেকে ঠিক এভাবেই বঞ্চিত হতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও পাল্টা বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তার দাবি, বিজেপির ভরাডুবির পর সাধারণ মানুষের নজির গড়েছে বিজেপি এমন অভিযোগ আনছে।