তৃণমূলের মিছিলে 'বোমাবাজি'র অভিযোগ, আহত ৬

author-image
Harmeet
New Update
তৃণমূলের মিছিলে 'বোমাবাজি'র অভিযোগ, আহত ৬


নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ
শুভেন্দুর গড়ে এবার তৃণমূলের মিছিলে 'বোমাবাজি'র অভিযোগ। লাঠি-বাঁশ দিয়ে সংঘর্ষ চলল দু'পক্ষের। ঘটনায় জখম হয়েছেন ৬ জন। ধুন্ধুমারকাণ্ড পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। কীভাবে গণ্ডগোলের সূত্রপাত্র? স্থানীয় সূত্রে খবর, কাঁথির দেশপ্রাণ ব্লকের দরিয়াপুরের পেটুয়াঘাট এলাকায় কালীপুজো হয়। উদ্যোক্তা, তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা। অভিযোগ, পুজোর প্যান্ডেলে ভাঙচুর চলে। এদিন সকালে মিছিল করে জুনপুট কোস্টাল থানায় ডেপুটেশন দিতে যাচ্ছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।তৃণমূলের দাবি, তাদের মিছিল লক্ষ্য করে বোমা ছোঁড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনাকে কেন্দ্রে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকায়। বাঁশ-লাঠি নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়েন দু'পক্ষের লোকজন। শুরু হয়ে যায় ইঁট ছোঁড়াছুঁড়ি। সংঘর্ষে জখম হয়েছেন ৬ জন। আহতদের ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। তাদের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা।