নিজস্ব সংবাদদাতাঃ হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ তাদের ফিচার ‘ডিলিট ফর এভরিওয়ান’- এর সময়ের মেয়াদ বাড়ানোর জন্য কাজ শুরু করেছে। সম্প্রতি একটি রিপোর্টে এমনটাই শোনা গিয়েছে। এর পাশাপাশি আর একটি প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে যে, ফেসবুক (বর্তমানে মেটা) অধিকৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের তরফে একটি নতুন ভিডিয়ো প্লেব্যাক ইন্টারফেসের রোল আউট শুরু হয়েছে আইওএস ভার্সানে। এর মাধ্যমে ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এ জাতীয় আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিডিয়ো নিয়ে কাজ হবে।