মন্দির প্রতিষ্ঠায় কলস যাত্রা

author-image
Harmeet
New Update
মন্দির প্রতিষ্ঠায় কলস যাত্রা

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল : নতুন কালী মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত হল কলস যাত্রা । বুধবার সকালে পুরাতন থানা রোডের স্কুল ময়দান থেকে কলস যাত্রার সূচনা হয় । সিঙ্গারন নদী থেকে জল এনে অভিষেক করা হয় নতুন মন্দিরের । স্থানীয় স্কুল ময়দানে "পল্লী উন্নয়ন সমিতি"-র উদ্যোগে দীর্ঘদিন ধরে কালী পুজোর আয়োজন হচ্ছে । এতদিন পুজো হত প্যান্ডেল করে । স্থায়ী মন্দির ছিল না । স্থানীয় বাসিন্দা ও উদ্যোক্তাদের উদ্যোগে দক্ষিণেশ্বর কালীবাড়ির আদলে স্থায়ী মন্দির নির্মাণ করা হয় । মন্দিরটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় বুধবার । সকালে মহিলা ঢাকি সহযোগে আয়োজন করা হয় কলস যাত্রা-র । সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে উদ্যোক্তারা জানান ।