নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৬ নভেম্বর (মঙ্গলবার) থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল এবং কলেজ। তবে সকল শ্রেণির ক্লাস শুরু হবে না। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে স্কুল খোলা নিয়ে, নানা জনের নানা মত। এরই মাঝে এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দশম শ্রেণীর ছাত্র প্রিতম দত্ত এই বিষয়ে জানায়, "এতো দিন ধরে অনলাইনে ক্লাস করে বোর হয়ে গিয়েছিলাম। আমার সব বন্ধুদের খুব মিস করছি। আবার তাঁদের সঙ্গে দেখা করবো। এতো দিন পর স্কুল খুলছে, খুব ভাল লাগছে। কিন্তু আমার এখনও ভ্যাকসিন নেওয়া হয়নি। তাই একটু ভয় লাগছে। সামনে মাধ্যমিক পরিক্ষাও আছে। স্কুল-এ পড়াশুনা ভাল হয়। কিন্তু সেইভাবে প্রস্তুতি নিতে পারিনি। স্কুল শুরু হলে আরও ভালভাবে প্রস্তুতি নেব"। অন্যদিকে প্রিতম-এর মা নন্দিতা দত্ত জানান, "স্কুল তো খোলা দরকার। এতো দিন হয়ে গেল। বাড়িতে সেইভাবে পড়াশুনা করতে পারছে না। কিন্তু ওর (প্রিতম) এখনও ভ্যাকসিন নেওয়া হয়নি। তাই খুব চিন্তা হচ্ছে"।