BREAKING : বঞ্চিতদের জন্য লক্ষ্যভিত্তিক প্রকল্প গ্রহণ সহজ হবে ! জাতিগত জনগণনা সম্পর্কে বড় মন্তব্য করলেন সুকান্ত মজুমদার
BREAKING : মানুষ দরিদ্র আর অশিক্ষিত হয়ে থাকলেই ক্ষমতায় থাকবে কংগ্রেস ! বড় মন্তব্য করলেন নিত্যানন্দ রাই
BREAKING : দলকে হারানোর চেষ্টা করছেন দিলীপ ! এবার তোপ দাগলেন অশোক দিন্দা
BREAKING : পুরুষ আত্মীয় ছাড়াই হজে যাচ্ছেন ৫১ জন মহিলা ! বড় আপডেট দিলেন কৌশর জাহান
BREAKING : এই মুখ্যমন্ত্রীর থেকে অনেক কিছু শিখেছেন প্রধানমন্ত্রী মোদি ? নিজেই জানালেন বড় কথা
BREAKING : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত !
BREAKING : না জানিয়েই বিয়ে করেছিলেন পাকিস্তানি তরুণীকে ! এবার শাস্তির মুখে সেই সিআরপিএফ (CRPF) জওয়ান
BREAKING : ভারতীয় নাগরিক নন কংগ্রেস নেতার ছেলে-মেয়ে ! হঠাৎ এ কি বললেন হিমন্ত বিশ্ব শর্মা
বড়বাজার অগ্নিকাণ্ড থেকে শিক্ষা, কলকাতায় আর থাকবে না রুফটপ রেস্তোঁরা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের কিষান ক্ষেতমজুর সংগঠনের

author-image
Harmeet
New Update
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের কিষান ক্ষেতমজুর সংগঠনের


নিজস্ব প্রতিনিধি, কোচবিহারঃ কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস এর রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসুর নির্দেশক্রমে বুধবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত কোচবিহার 1 নম্বর ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েত এলাকার খুটামারা পেট্রোল পাম্প এ পেট্রোপণ্য-এর মূল্যবৃদ্ধি এবং রান্নার গ্যাসের অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক ঘন্টার অবস্থান বিক্ষোভ করে। অবস্থান-বিক্ষোভের নেতৃত্ব দেন অমল রায়(সহ সভাপতি,কোচবিহার জেলা কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস)। বিক্ষোভে বসে অমল রায় বলেন, 'পেট্রোপণ্য-এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে কোচবিহার জেলা জুড়ে আন্দোলনে সামিল হয়েছেন কিষান এবং ক্ষেতমজুর সংগঠন এর প্রতিটি সদস্য। 

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে কৃষিকাজে সবথেকে বেশি সমস্যা তৈরি হয়েছে। বিপণন খরচ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, এভাবে চলতে থাকলে কৃষকরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আজ কোচবিহার ১ নং ব্লকের ফলিমারী, মোয়ামারী, চান্দামারী এবং চিলকিরহাট অঞ্চলের কৃষক এবং নেতৃত্ব সহ ১২০ জন উপস্থিত ছিলেন।' আগামীতে এই আন্দোলন লাগাতার জেলাজুড়ে হবে বলে জানান অমল রায়।