সতীপীঠ বর্গভীমা মন্দিরে শক্তির আরাধনার প্রস্তুতি

author-image
Harmeet
New Update
সতীপীঠ বর্গভীমা মন্দিরে শক্তির আরাধনার প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতাঃ  পূর্ব মেদিনীপুরের একমাত্র সতীপীঠ বর্গভীমা মন্দিরে শক্তির আরাধনার প্রস্তুতি শুরু। প্রতি বছরের মতো এবারও তমলুকের সব বারোয়ারি কালিপুজো কমিটির উদ্যোক্তারা প্রথমে শোভাযাত্রা করে বর্গভীমা মন্দিরে গিয়ে পুজো দেবেন। তবে এবারও কোভিড বিধি মেনে ভক্তদের প্রতিমা দর্শন সারতে হবে বলে জানা গিয়েছে।