কঠিন সময় পার করে ধনতেরসে স্বস্তি ফিরল গয়নার বাজারে

author-image
Harmeet
New Update
কঠিন সময় পার করে ধনতেরসে স্বস্তি ফিরল গয়নার বাজারে


নিজস্ব সংবাদদাতাঃ দুটো কঠিন মরসুম পার করে মঙ্গলবার ধনতেরসের দিনে ফের গয়নার দোকানে ভিড় জমালেন ক্রেতারা। মুখে হাসি ফুটল ছোট-বড় ব্যবসায়ীদের। এমনকি, এ দিন গয়নার বাজারে উৎসাহ দেখে অন্যান্য পণ্যের ব্যবসায়ীদের মধ্যেও আশা তৈরি হয়েছে, এ বার বুঝি হাওয়া লাগবে তাদের ব্যবসার পালেও। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স মনে করছে, দীপাবলি থেকেই দেশে ঘুরে দাঁড়াবে ব্যবসা।