নিজস্ব সংবাদদাতাঃ দুটো কঠিন মরসুম পার করে মঙ্গলবার ধনতেরসের দিনে ফের গয়নার দোকানে ভিড় জমালেন ক্রেতারা। মুখে হাসি ফুটল ছোট-বড় ব্যবসায়ীদের। এমনকি, এ দিন গয়নার বাজারে উৎসাহ দেখে অন্যান্য পণ্যের ব্যবসায়ীদের মধ্যেও আশা তৈরি হয়েছে, এ বার বুঝি হাওয়া লাগবে তাদের ব্যবসার পালেও। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স মনে করছে, দীপাবলি থেকেই দেশে ঘুরে দাঁড়াবে ব্যবসা।