হরি ঘোষ, দুর্গাপুরঃ কসমেটিকসের দোকানের নামে টোকেনের বিনিময়ে ভ্যাকসিন! মঙ্গলবার কাঁকসার মলানদীঘিতে এই টোকেন বিতর্ক নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল তুঙ্গে। মলানদীঘি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের আপত্তিতে পরে বাতিল হয় 'কসমেটিকস টোকেন'। ঘটনার কড়া সমালোচনা করেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করে চক্রান্ত বলে দাবি করেন দোকান মালিক সুকুমার সাহা। এদিন মলানদিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনার প্রতিষেধক দেওয়া চলছিল। তবে তাদেরই দেওয়া হবে যাদের কাছে ওই ' কসমেটিকস টোকেন' থাকবে। কি এই 'কসমেটিকস টোকেন'? অভিযোগ, মলানদিঘির হাটতলার একটি কসমেটিকসের দোকান থেকেই এই টোকেন বিলি করা হয়। প্রায় ৫০০ টি টোকেন বিলি করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। প্রতিটি টোকেনের সেই দোকানের স্ট্যাম্প সহ সিরিয়াল নাম্বার দেওয়া ছিল। তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজন অভিযোগ করেন এই টোকেন নাকি অর্থের বিনিময়ে বিলি করা হয়েছে। মলানদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযুষ মুখার্জী জানান, এই ধরণের ঘটনা ঘটে থাকলে তার ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসন ব্যবস্থা নেবে জানান পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক জয়শ্রী সেন।