নিজস্ব প্রতিনিধি, দিনহাটাঃ কোচবিহার জেলার দিনহাটা উপ-নির্বাচনের আজ ভোট কাউন্টিং এর তেরো দফা এখনও পর্যন্ত সমাপ্ত হয়ে গেছে। ১৩ দফার পর তৃণমূল কংগ্রেস মোট ১১২৭৪১ ভোট এগিয়ে রয়েছে তাদের মূল প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির থেকে। যদিও আজ সকাল থেকেই কিছুটা হালকা মেজাজে দেখা গেছে উদয়ন গুহকে।
ভোটের রেজাল্টের বিষয়ে তিনি তার দিনহাটা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে বসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রী নিজেকে ভগবান হয়েছিলেন তো, তিনি ভাবছিলেন তিনি কোচবিহারের রাজনীতির শেষ কথা। তাকে একেবারে মাটিতে নামিয়ে আনা হয়েছে। বলতে পারেন তার পায়ের তলায় আর কোনও মাটি নেই। কেউ আর এই কথা বলবে না নিশীথ প্রামানিক কোচবিহারের রাজনীতির শেষ কথা।
এই রকম নিশীথ প্রামাণিকের জন্ম কোচবিহারের মাটিতে অনেক হয়েছে। কোচবিহারের মাটিতে অনেক বড় বড় রাজনীতিবিদরা রাজনীতি করেছেন। কিন্তু নিশীথ প্রামাণিকের মতো দাম্ভিক এবং অর্ধ শিক্ষিত রাজনীতিবিদ হয়ে যেভাবে মানুষকে অপব্যবহার করেছে এবং মানুষের আবেগ, মানুষের ভালোবাসাকে চুরি করে নেওয়া। এই সবের শিক্ষা এর পেল। এই পরাজয় অশোক মণ্ডলের পরাজয় নয়, এই পরাজয় নিশীথ প্রামাণিকের পরাজয়।"