শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে প্রমাণ হয় না আরিয়ান মাদক সরবরাহ করতেন, দাবি আদালতের

author-image
Harmeet
New Update
শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে প্রমাণ হয় না আরিয়ান মাদক সরবরাহ করতেন, দাবি আদালতের

নিজস্ব সংবাদদাতাঃ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের উপর ভিত্তি করে কখনওই প্রমাণ হয় না যে আরিয়ান খান  নিয়মিত মাদক সরবরাহ করতেন। এই মামলায় আর এক অভিযুক্ত অর্চিত কুমার। শাহরুখ পুত্রের বিরুদ্ধে মাদক-মামলায় অর্চিতের জামিন মঞ্জুর করে এমনটাই জানিয়েছে মুম্বইয়ের মাদকরোধী বিশেষ আদালত। আদালতের এই রায়ের একটি ‘কপি’ প্রকাশিত হয়েছে গত কাল।

WhatsApp chats not proof accused supplied drugs to Aryan Khan: court

মাদক-মামলায় ধৃত আরিয়ান খান ও আরবাজ় মার্চেন্টকে জেরা করে উঠে এসেছিল কলেজ পড়ুয়া বছর বাইশের এই অর্চিত কুমারের নাম। অভিযোগ, অর্চিতকে গ্রেফতার করে তাঁর থেকে নিষিদ্ধ মাদক পেয়েছিল এনসিবি। এনসিবি-র অধিকারিকরা দাবি করেছিলেন, অর্চিত মাদক ব্যবসায় যুক্ত। তিনিই আরিয়ানদের মাদক সরবরাহ করতেন। যে দাবি নিয়ে প্রশ্ন তুলে বিশেষ আদালত বলেছে, অর্চিত ও আরিয়ানদের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে কখনওই প্রমাণ হয় না তিনি সহ-অভিযুক্তদের মাদক দিতেন। শনিবার ২২ বছরের অর্চিতকে জামিনের রায় দিতে গিয়ে বিশেষ আদালতের পর্যবেক্ষণ, এনসিবি এমন কোনও প্রমাণ দিতে পারেনি যা থেকে বোঝা যায় অভিযুক্ত নিষিদ্ধ মাদক সরবরাহে যুক্ত। শুধু আরিয়ান খানের সঙ্গে হোয়াটস অ্যাপে তাঁর বার্তালাপ প্রমাণ হিসেবে তুলে ধরেছে এনসিবি। কিন্তু একমাত্র সেই চ্যাটের উপরে নির্ভর করে এটা কখনওই প্রমাণ হয় না তিনি অন্য সহ-অভিযুক্তদের মাদক সরবরাহ করতেন। আদালতের দাবি, যেহেতু আরিয়ান ও আরবাজ় হাই কোর্টে জামিন পেয়ে গিয়েছে, সে দিক বিচার করে অর্চিতকেও জামিন দেওয়া হোক।