নিজস্ব সংবাদদাতাঃ
ভালো দিক
যৌন চাহিদা প্রকাশ করতে সহায়ক
চিকিৎসকেরা বলেন, যে সব মহিলার যৌন কামনার তাগিদ কম, তাঁরা পর্নোগ্রাফি দেখলে নিজেদের কামনার মুক্তি ঘটাতে পারেন। প্রাথমিক লজ্জা বা দ্বিধা কাটিয়ে উঠতে পারলে ইরোটিকা বা পর্নোগ্রাফি তাঁদের সেক্স ড্রাইভ জোরদার করে, বিছানায় বাড়তি আত্মবিশ্বাসও জোগায়। স্বামী বা পার্টনারের সঙ্গে সম্পর্কের বাঁধনটাও তাতে মজবুত হয়ে ওঠে।
খারাপ দিক
নিজের শরীর নিয়ে অতিরিক্ত খুঁতখুঁতেভাব
পর্নোগ্রাফির সবচেয়ে বড়ো সমস্যা হল, এখানে যে সব মেয়েদের দেখা যায় তাঁদের শারীরিক গঠন, সৌন্দর্য, সব কিছুই একশো শতাংশেরও বেশি নিখুঁত। বাস্তবে অমন নিখুঁত শরীর বা সৌন্দর্যের অধিকারিণী কেউ নেই বললেই চলে। তাই পর্দায় তাঁদের দেখার পর নিজের চেহারাটা নিয়ে হীনম্মন্যতা বোধ তৈরি হতে পারে। মনে রাখবেন, পর্নোগ্রাফির জগৎটা নিছক কল্পনা এবং তার কাজ হল আপনার বাস্তব জীবনটাকে আর একটু রঙিন করে তোলা। এর বেশি গুরুত্ব তাকে দেওয়ার কোনও দরকার নেই।