নিজস্ব সংবাদদাতাঃ
সহমর্মিতার মনোভাব রাখুন
যে কোনও সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে পরস্পরকে বোঝা দরকার। শুধু তাই নয়, অপরজনের জায়গায় দাঁড়িয়ে এই সহমর্মিতার বোধ থাকতে হবে।
প্রশংসা করুন
প্রশংসা পেতে কে না ভালোবাসেন বলুন? আর সে প্রশংসা যদি আপনার সবচেয়ে কাছের কোনও মানুষের কাছ থেকে আসে, তবে তো কথাই নেই! তাই ছোটখাটো ব্যাপারেও সঙ্গীর প্রশংসা করুন মন খুলে!
আপোস করতে প্রস্তুত থাকুন
সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ছোটখাটো ইগো বিসর্জন দিতে হবে, আপোস করার জন্যও তৈরি থাকতে হবে। মনে রাখবেন আপোস করা মানে ছোট হয়ে যাওয়া নয়।
হাসতে শিখুন
জীবনের ছোট ছোট আনন্দগুলো পুরোদমে উপভোগ করুন। নিজেদের নিয়ে মজা করতেও ছাড়বেন না! একসঙ্গে হাসতে পারলে, জীবনে রসবোধ থাকলে বাকি জীবনটাও আনন্দে ভরে উঠবে।
পরস্পরের প্রতি আস্থা রাখুন
দাম্পত্যজীবনে স্বামী-স্ত্রীর যদি পরস্পরের প্রতি আস্থা থাকে, তা হলে তার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না!