চার নভশ্চরের মহাকাশ অভিযান পিছিয়ে দিল স্পেসএক্স

author-image
Harmeet
New Update
চার নভশ্চরের মহাকাশ অভিযান পিছিয়ে দিল স্পেসএক্স

নিজস্ব সংবাদদাতাঃ  চার নভশ্চরের মহাকাশে পাড়ি দেওয়ার উড়ান পিছিয়ে দিল স্পেসএক্স। নাসার এই উড়ান পিছিয়ে দেওয়ার জন্য খারাপ আবহাওয়া, রুক্ষ বাতাস এবং শত শত মাইল দূরের তরঙ্গকেই দায়ী করেছে ইলন মাস্কের সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, ৩১ অক্টোবর রবিবার নাসার চার নভশ্চরের ভোররাতেই মহাকাশে পাড়ি দেওয়া কথা ছিল। কিন্তু সেই মিশনই পিছিয়ে দিয়েছে স্পেসএক্স।