১৮০০ বছরের পুরনো সম্পদ খুঁজে পেলেন পুরাতত্ত্ববিদরা

author-image
Harmeet
New Update
১৮০০ বছরের পুরনো সম্পদ খুঁজে পেলেন পুরাতত্ত্ববিদরা

নিজস্ব সংবাদদাতাঃ  তুরস্কে পুরাতত্ত্ববিদরা এক বহুমূল্য সম্পদের খোঁজ পেয়েছেন। এই সম্পদ আলেকজান্ডারের সময়কালের। ঐতিহাসিকরা এখানে পাথর কেটে তৈরি ৪০০ সমাধি খুঁজে পেয়েছেন। জানা গিয়েছে এই কবরস্থান প্রায় ১৮০০ বছরের পুরনো। এই কবরস্থানের দেওয়ালে রয়েছে সুন্দর ওয়াল পেন্টিং। এছাড়াও এখান থেকে পাওয়া গিয়েছে বহুমূল্য জিনিসপত্রও। স্থানীয় মানুষজন এই আবিস্কারকে গুপ্তধন বলে অভিহিত করছে।


আরও জানা গিয়েছে যে রোমান সাম্রাজ্যের সময়কালের পাথর কেটে তৈরি হয়েছে এই কবরখানা। তুরস্কের এজিয়ান সাগরের পূর্বদিকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক শহর ব্লানডোসে পাওয়া গিয়েছে এই কবরস্থানটি। তুরস্কের এই শহরটি আলেকজান্ডারের সময় বিকশিত হয়েছিল। রোমান এবং বাইজেনটাইন সাম্রাজ্যের সময়কাল পর্যন্ত এই শহরে স্বর্ণযুগ চলেছিল।