নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর : 'তৃণমূলের মাল তৃণমূলে ফিরে যাচ্ছে, তাতে আমাদের কিছু বলার নেই। ছোড়ো কালকি বাতে, কলকি বাত পুরানি। কালকেই ভুলে যাবে মানুষ রাজিব ব্যানার্জি কে।' সেই সঙ্গে তথাগত রায়ের মন্তব্যের ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, 'ব্যক্তিগতভাবে কে কি বলছে, সোশ্যাল মিডিয়া কি বলছে, এটা কোন গুরুত্বের ব্যাপার নয়। রাজনীতিতে কোনো প্রভাব পড়ে না। অনেকের মনে ক্ষোভ দুঃখ আছে, তারা হয়তো এই ভাবে প্রকাশ করছেন। উনি দলের কোনো পদাধিকারী নন, তাই এটা কোনও চর্চার বিষয় নয়।' আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুর বোগদা এলাকায় চা-চক্র করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।