হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বঙ্গোপসাগর ও মেঘনাসহ কয়েকটি নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। বেশিরভাগ ইলিশের ওজন এক কেজির উপর। এই শীতের মৌসুমে মেঘনায় এত ইলিশ ধরা পড়ার নজির নেই। বাংলাদেশে মাছের আড়তগুলোতে রূপালী ইলিশ বিকিকিনির ধুম পড়েছে। ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে মাছের আড়তগুলোতে। প্রচুর ইলিশের সরবরাহ থাকায় দামও কমেছে কিছুটা।
ক্রেতারাও খুশি। ইলিশ কিনছেন যে যার সাধ্যমতো।
বাংলাদেশের চাহিদা মিটিয়ে ভারতেও ইলিশ রফতানি করা হচ্ছে। বেনাপোল দিয়ে গত বুধবার ৪ মেট্রিক টন ও বৃহস্পতিবার ১৮ মেট্রিক টন ইলিশসহ মোট ১ হাজার ১৩৭ মেট্রিক টন ইলিশ ভারতে এসেছে। বাংলাদেশের ইলিশের উৎপাদন কম হওয়ায় ২০১২ সাল থেকে ইলিশ রফতানি বন্ধ করেছিল সরকার। ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সৌহার্দ্যরে কারণে ২০১৯ সাল থেকে প্রতিবছর পুজোর আগে ভারতে ইলিশ রফতানির অনুমতি দেয় বাংলাদেশ সরকার। তবে এবার অনুমোদনের চার ভাগের এক ভাগ ইলিশ রফতানি করা হয়। সময় বৃদ্ধি করার কারণে আবার ইলিশ রফতানি শুরু হয়েছে।